• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সূচকের নিম্মমুখী প্রবণতায় লেনদেন চলছে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০২০, ১১:২৬ এএম
সূচকের নিম্মমুখী প্রবণতায় লেনদেন চলছে

স্কীনশর্ট ছবি

ঢাকা : সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শুরু হয়েছে। আজ সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত সূচক কমলেও বেশিরভাগ  কোম্পানির শেয়ারের দর ও ইউনিট বেড়েছে। 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩  পয়েন্ট কমে অবস্থান করছে ৫১১০ পয়েন্টে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট করে অবস্থান করছে ১১৭৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৯৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, দর কমেছে ১২০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯১টির। এসময় টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ২২৬ কোটি ১৪ লাখ ৩৭ হাজার টাকা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!