ফাইল ফটো
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বিশিষ্ট ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠনটি।
ইআরএফ সভাপতি শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম এক শোক বার্তায় বলেন, দেশের ব্যাংকিং সেক্টরের বিকাশে খোন্দকার ইব্রাহিম খালেদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
তারা মনে করেন, খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে দেশ একজন খ্যাতিমান ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক হারালো।
তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।
সোনালীনিউজ/এমএইচ







































