• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পতনের ধারায় সপ্তাহ শেষ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২১, ০৩:২৮ পিএম
পতনের ধারায় সপ্তাহ শেষ

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম কার্যদিবসে সূচকের নিম্নমূখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এর আগে গত কার্যদিবসে সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়। তবে আজ লেনদেনের শেষ মূহুত্বে এসে বেড়েছে বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ডিএসইর ওয়েবসাইট থেকে এ চিত্র দেখা গেছে।

জানা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স আজ ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৩ পয়েন্টে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

এদিন লেনদেন হওয়া ৩৩৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির, দর কমেছে ১০০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১০ টির।

আলোচ্য দিনটিতে টাকার অঙ্কে ডিএসইতে লেনদেন হয়েছে ৪শ’ ৫১ কোটি ৩৩ লাখ ৭২ হাজার টাকা। এর আগে গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিলো ৫শ’ ৬০ কোটি ২৫ লাখ ১৭ হাজার টাকা। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!