• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সূচকের পতনেও লেনদেন ৮’শ কোটি টাকা ছাড়ালো


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৭, ২০২১, ০১:৪৩ পিএম
সূচকের পতনেও লেনদেন ৮’শ কোটি টাকা ছাড়ালো

ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সবগুলো সূচকের পতনের পরও লেনদেন ৮২৪ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর আগে দুই কার্যদিবস ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকার বেশি হয়েছে। 

মঙ্গলবার  (২৭ এপ্রিল) ডিএসইএ’র ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা যায়।

জানা গেছে, ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২২ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৯টির, শেয়ার দর কমেছে ২৩১টির এবং ৬২টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত আছে। 

আজ ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৮২৪ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার টাকা।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!