• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সূচকের উত্থানে সপ্তাহ শেষ


নিজস্ব প্রতিবেদক জুন ১০, ২০২১, ০৩:১৩ পিএম
সূচকের উত্থানে সপ্তাহ শেষ

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ঊধ্বমুখি প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন গত কার্যদিবস বুধবারের থেকে টাকার অংকে লেনদেন কমেছে।

বৃহস্পতিবার (১০ জুন) ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসই'র প্রধান সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১২ শ’ ৯৯ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২শ’ ৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেন হওয়া ৩৬৭ কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৯টির ও কমেছে ১৪৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।

আলোচ্য দিনটিতে টাকার অংকে ২ হাজার ৬৬৯ কোটি ২৫ লাখ ৯৬ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগে গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২ হাজার ৭শ’ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!