• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সূচকের ঊধ্বমুখি প্রবণতায় বেড়েছে লেনদেনও


নিজস্ব প্রতিবেদক জুন ১৬, ২০২১, ০৪:১৪ পিএম
সূচকের ঊধ্বমুখি প্রবণতায় বেড়েছে লেনদেনও

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি এদিন গত কার্যদিসবস মঙ্গলবারের চেয়ে লেনদেনও বেড়েছে। 

বুধবার (১৬ জুন) ডিএসই ওয়েবসাইটে এমন চিত্র দেখা গেছে।

ডিএসই'র প্রধান সূচক এদিন গত কার্যদিবসের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন লেনদেনে অংশ নেয় ৩৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮২টির ও কমেছে ১৫৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আলোচ্য দিনটিতে টাকার অংকে ডিএসইতে ২ হাজার ১০৯ কোটি ৬৮ লাখ ৭২ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগে গত কার্যদিসে লেনদেন হয়েছিলো ২ হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকা টাকা। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!