• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা বাড়ল


নিজস্ব প্রতিবেদক জুলাই ৬, ২০২১, ০৭:৩৪ পিএম
শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা বাড়ল

ফাইল ফটো

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা বাড়ছে। 

নতুন সময়সীমা অনুযায়ী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে ১৪ জুলাই পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেয়ারবাজারের লেনদেন চলবে।

মঙ্গলবার (৬ জুলাই) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেহেতু বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং সময়সূচী নির্ধারণ করেছে সকাল ১০ টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এর প্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন ২ টা পর্যন্ত হবে চলবে।

এর আগে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউনে ঘোষণা দেয় সরকার। অবশ্য এটিকে কঠোর বিধিনিষেধ বলছে সরকার। প্রথম ধাপের এই সাত দিনের বিধিনিষেধ শেষ হওয়ার আগেই আরও এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে। দ্বিতীয় ধাপের এ বিধিনিষেধ চলবে আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে ১৪ জুলাই পর্যন্ত।

সোনালীনিউ/এমএইচ

Wordbridge School
Link copied!