• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সূচকের বড় উত্থানে সপ্তাহের শেষ কার্যদিসের লেনদেন চলছে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১২, ২০২১, ১২:১৩ পিএম
সূচকের বড় উত্থানে সপ্তাহের শেষ কার্যদিসের লেনদেন চলছে

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১২ টা নাগাদ সূচকের পাশাপাশি স্টক এক্সচেঞ্জটির বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও বেড়েছে। 

ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৯ পয়েন্টে।

এসময় ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৪টির, দর কমেছে ১০৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।

আলোচ্য সময়ে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে এক হাজার ২৬৫ কোটি ৭৫ লাখ টাকার বেশী।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!