• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক বাজারে ৩০০ মিলিয়ন ডলারের বন্ড ছাড়বে আইসিবি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৯, ২০২১, ০২:১৫ পিএম
আন্তর্জাতিক বাজারে ৩০০ মিলিয়ন ডলারের বন্ড ছাড়বে আইসিবি

সংগৃহীত ছবি

ঢাকা: আন্তর্জাতিক বাজারে বন্ড ছেড়ে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করার অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। বাংলাদেশী মুদ্রায় সংগৃহীত তহবিলের পরিমাণ দাঁড়াবে ২ হাজার ৫৬০ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার সমান ৮৫ টাকা ৩৫ পয়সা ধরে)। 

আইসিবি ৫০০ মিলিয়ন ডলারের বন্ড ইস্যুর জন্য প্রস্তাব দিলে অর্থ মন্ত্রণালয় গত ২০ সেপ্টেম্বর ৩০০ মিলিয়ন ডলার সংগ্রহের সম্মতি দিয়ে একটি চিঠি ইস্যু করেছে। বিভাগের যুগ্ম সচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত অনুমোদনপত্রে বন্ড ইস্যুর মাধ্যমে পাঁচ বছর মেয়াদি এ তহবিল সংগ্রহের অনুমতি দেয়া হয়।

অর্থমন্ত্রণালয়ের অনুমোদনের ফলে এখন আন্তর্জাতিক বাজার প্রবেশের জন্য পরবর্তী ধাপগুলো পূরণ করে ৩০০ মিলিয়ন ডলায় সংগ্রহ করতে দেশীয় পর্যায়ে আর কোন বাধা থাকলো না আইসিবির। তবে এক্ষেত্রে কতগুলো শর্ত বেধে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

শর্তগুলো হলো— এ বন্ডে কোনো অবস্থায়ই বা কোনো সময়েই সরকার কোনো ধরনের গ্যারান্টি দেবে না। পাঁচ বছর মেয়াদি বন্ডের কুপন রেট অর্থাৎ কুপনসহ আনুষঙ্গিক সব ব্যয় যেমন- লিড অ্যারেঞ্জার ফি, ক্রেডিট রেটিং ফি, আন্ডার রাইটিং ফি, ট্রাস্টি ফি, ডকুমেন্টেশন ব্যয়, লিগ্যাল ফি, রোড শো বাবদ ব্যয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার-সংক্রান্ত ঝুঁকি নিরসন ব্যয় এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য সব ব্যয় অনধিক ৩ দশমিক ৫০ শতাংশ হতে হবে। সংগৃহীত তহবিলের অন্তত ৫০ শতাংশ অর্থ নতুনভাবে বিনিয়োগ করতে হবে। এছাড়া বৈদেশিক মুদ্রার বিনিময় হার-সংশ্লিষ্ট ঝুঁকি কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আইসিবি সূত্রে জানা গেছে, এখন বন্ড ছাড়ার পরবর্তী বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে প্রতিষ্ঠানটি। লিড অ্যারেঞ্জার নিয়োগসহ এখনও বেশকিছু কাজ বাকি রয়েছে। সার্বিক কার্যক্রম সম্পন্ন করে যত দ্রুত সম্ভব বন্ড ইস্যুর উদ্যোগ নেয়া হবে। এক সময় আইসিবির প্রায় ৬ হাজার ৭৫০ কোটি টাকার উচ্চসুদের আমানত ছিল। বর্তমানে সেটা কমিয়ে প্রায় ২ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। সংগৃহীত তহবিলের কিছু অর্থ দিয়ে উচ্চসুদের আমানত ফেরত দেয়া হবে। আর কিছু অর্থ নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে। 

আইসিবি আন্তর্জাতিক বন্ড ইস্যুর মাধ্যমে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে অনুমোদন দিয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!