• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সূচকের উত্থানে সপ্তাহ শেষ, বেড়েছে লেনদেনও


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০২১, ০৩:৪৯ পিএম
সূচকের উত্থানে সপ্তাহ শেষ, বেড়েছে লেনদেনও

ফাইল ফটো

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন স্টক এক্সচেঞ্জটির প্রধান সূচক বেড়লেও কমেছে অন্য দুটি সূচক। তবে আজ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৬২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭৯ পয়েন্টে এবং দুই হাজার ৬৩৮ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৭২৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২২৬ কোটি ৫২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকার।

আলোচ্য দিনটিতে ডিএসইতে ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৩টির বা ৫৯.৪৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩১টির বা ৩৪.৯৩ শতাংশের এবং ২১টির বা ৫.৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৭০.৮৫ পয়েন্টে। সিএসইতে আজ ২৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৬টির দর বেড়েছে, কমেছে ৮২টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!