• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসিকে অর্থমন্ত্রণালয়ের ৬ নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২১, ১০:২৮ এএম
শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসিকে অর্থমন্ত্রণালয়ের ৬ নির্দেশনা

ঢাকা: শেয়ারবাজারকে আরো বেশি গতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ছয়টি নির্দেশনা দিয়েছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

গত ১৩ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব মো. গোলাম মোস্তফা সই করা একটি চিঠি বিএসইসির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। চিঠি নির্দেশনা ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠাগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএসইসির একটি সূত্র।

সূত্র মতে, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে পুঁজিবাজারকে গতিশীল করতে কাজ করে যাচ্ছে। কমিশনের নানামুখী কার্যক্রম জোরদারের কারণে আস্থা ফিরছে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের। ফলে গতিশীল হচ্ছে পুঁজিবাজার। বাজারের এই গতী ধরে রাখতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসই)  ছয়টি নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

নির্দেশনাগুলো হলো-

(ক) অবৈধ/নিয়মবহির্ভুতভাবে কোন কোম্পানি /স্টেকহোল্ডার /প্রতিষ্ঠান পুঁজিবাজারে প্রবেশ/বের হতে না পারে সে দিকে নজরদারী,

(খ) যে সকল কোম্পানি/স্টেকহোল্ডার /প্রতিষ্ঠান বন্ধ আছে তাদের পুঁজিবাজারে শেয়ার লেন-দেনের উপর নজরদারী,

(গ) সন্দেহজনক লেনদেনকারী প্রতিষ্ঠানসমূহ বিশেষ বিশেষ নজরদারীর আওতায় আনা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে,

(ঘ) অসাধু কোন সিন্ডিকেট যাতে বাজারকে কারসাজিমূলকভাবে প্রভাবিত না করতে পারে সে দিকে বিশেষ নজর রাখা,

(ঙ) পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানের সাথে সমন্বয় জোরদার করা এবং

(চ) সচেতনতা বৃদ্ধির জন্য পুঁজিবাজার সংক্রান্ত ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম আরও জোরদারকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিকট পুঁজিবাজার সংক্রান্ত ধারণা তুলে ধরা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির উর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, শেয়ারবাজারকে গতিশীল করতে অনেক ধরণের কার্যক্রম পরিচালনা করছে বিএসইসি। কাজগুলোকে আরও গতিশীল করতে চায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তিনি আরও বলেন, শেয়ারবাজারের উন্নয়নে একটি নির্দেশনা বিএসইসিতে পাঠিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ইতোমধ্যে ওই নির্দেশনা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠাগুলোতে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!