• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে এনআরবি ইসলামিক লাইফের শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৭:৫৬ পিএম
আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে এনআরবি ইসলামিক লাইফের শুভেচ্ছা

ঢাকা: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর নবনিযুক্ত চেয়ারম্যান ড. এম আসলাম আলমকে শুভেচ্ছা জানিয়েছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

বুধবার (১১ সেপ্টেম্বর)  এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: শাহ্ জামাল হাওলাদার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলে শুভেচ্ছা জানান।

এই সময় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এসইভিপি শরীফ মো. শহীদুল ইসলাম, এইচ. এম. মিলন রহমান, উন্নয়ন প্রশাসন প্রধান মুহাম্মাদ আব্দুল্লাহ আল যুবায়ের এবং প্রশিক্ষণ ও গবেষণা প্রধান মো. মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসএস

Wordbridge School
Link copied!