• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

জেএমআই সিরিঞ্জের ডেফার্ড ট্যাক্স ও দায় হিসাবে গরমিল


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ২৮, ২০২৪, ০৩:১৮ পিএম
জেএমআই সিরিঞ্জের ডেফার্ড ট্যাক্স ও দায় হিসাবে গরমিল

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস কোম্পানির ডেফার্ড ট্যাক্স ব্যয় ও দায় হিসাবের সত্যতা পায়নি নিরীক্ষক। কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাবে এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, জেএমআই সিরিঞ্জের আর্থিক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে ডেফার্ড ট্যাক্স ব্যয় হিসেবে ১৮ লাখ টাকা এবং ২০২৪ সালের ৩০ জুন ডেফার্ড ট্যাক্স দায় হিসেবে ১০ কোটি ৬ লাখ টাকা দেখানো হয়েছে।

তবে কোম্পানি কর্তৃপক্ষ ওই ডেফার্ড ট্যাক্স ব্যয় ও দায় নিয়ে পর্যাপ্ত ও সঠিক নিরীক্ষার জন্য প্রমাণাদি দিতে পারেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। যে কারনে ডেফার্ড ট্যাক্স ব্যয় ও দায়ের হিসাবে কোথায় ঘাটতি আছে এবং কোন সমন্বয়ের দরকার আছে কিনা, তা জানতে পারেনি নিরীক্ষক।

উল্লেখ্য, শেয়ারবাজারে ২০১৩ সালে তালিকাভুক্ত হওয়া জেএমআই সিরিঞ্জের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০ কোটি ৬ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ২০.৩৬ শতাংশ।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!