• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বেক্সিমকোর ৩ কোম্পানিতে বিশেষ নিরীক্ষা চালাবে বিএসইসি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০২৪, ০৮:৫৮ এএম
বেক্সিমকোর ৩ কোম্পানিতে বিশেষ নিরীক্ষা চালাবে বিএসইসি

ঢাকা: পুঁজিবাজারে বহুল আলোচিত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে বিশেষ নিরীক্ষা চালাবে বিএসইসি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৩৫তম কমিশন সভায় আলোচিত তিন কোম্পানির উপর বিশেষ নীরিক্ষা (Special Audit) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে,  বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডের বিগত ৫ বছরের আর্থিক প্রতিবেদনের উপর এই নীরিক্ষা পরিচালনা করা হবে।

উল্লেখ, বেক্সিমকো গ্রুপের এই তিন কোম্পানির শেয়ার নিয়ে বাজারে ব্যাপক কারসাজি করার অভিযোগ রয়েছে। কোম্পানি তিনটির খোদ মালিক পক্ষ এই কারসাজির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগে জানা যায়।

এএইচ/এম

Wordbridge School
Link copied!