• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৩৫ বারে সোনার দাম বেড়েছে ২৫ হাজার ৮৪৭ টাকা 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩১, ২০২৪, ০৫:০২ পিএম
৩৫ বারে সোনার দাম বেড়েছে ২৫ হাজার ৮৪৭ টাকা 

ঢাকা: চলতি বছরে দেশবিদেশে সোনার বাজার ছিল অস্থির। এক বছরে প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২৫ হাজার ৮৪৭ টাকা। ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। 

ডিসেম্বর শেষে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। আলোচ্য বছরে দেশের বাজারে সোনার দাম ৩৫ বার বাড়ানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ দাম কমানোর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৩২ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯২ হাজার ৮৬৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

দেশের বাজারে সোনার দাম পর্যালোচনায় দেখা গেছে, সর্বশেষ ২৯ ডিসেম্বর সোনার দাম কমানো হয়েছে। এ নিয়ে চলতি বছর ২৭ বার কমানো হয়েছে সোনার দাম। দাম বাড়ানো হয়েছে ৩৫ বার। সবমিলিয়ে দেশের বাজারে সোনার দাম ৬২ বার পরিবর্তন করা হয়েছে।

এদিকে, রূপার দামও চলতি বছর কিছুটা বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর ফলে ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

বছরের শেষ দিনে সোনার দাম: সব শেষ দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৩২ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার দাম: ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এআর

Wordbridge School
Link copied!