ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিংয়ের কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
গত ৩ ফেব্রুয়ারি কারখানা পরিদর্শনে বন্ধ পায়। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এ তথা জানা গেছে।
সাফকো স্পিনিং মিলসের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ১১৬ শতাংশ পতন হয়েছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.০৯) টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল মুনাফা ২.৯৯ টাকা। এতে করে ব্যবসায় শেয়ারপ্রতি পতন হয়েছে ৬.০৮ টাকা বা ২০৩ শতাংশ।
এআর