• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম ৮ এপ্রিল


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২৫, ১১:২৩ এএম
দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম ৮ এপ্রিল

ফাইল ছবি

ঢাকা: দুই বছর মেয়াদি গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল)। রোববার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দুই বছর মেয়াদি গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে।

নিলামে ৪ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড ইস্যু করা হবে। এ ট্রেজারি বন্ডে বার্ষিক কাট অব ইয়েল্ড হারে কুপন বা মুনাফা ষান্মাসিকভিত্তিতে পরিশোধ করতে হবে বলে জানানো হয়।

বলা হয়, নিলামে সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ পাওয়া ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক এবং নন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানও নিজস্ব খাতে তাদের (ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী) গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে বিড দাখিল করতে পারবে। অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত প্রাইস ও বন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করে নিলামে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআইর মাধ্যমে বিড দাখিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করা যাবে। নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা এরইমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়।

এসআই

Wordbridge School
Link copied!