• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এপ্রিলে ১০ মাসের মধ্যে সবচেয়ে কম রপ্তানি


নিজস্ব প্রতিবেদক মে ৫, ২০২৫, ০৭:০৫ পিএম
এপ্রিলে ১০ মাসের মধ্যে সবচেয়ে কম রপ্তানি

ঢাকা: চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় এক শতাংশেরও কম হারে বেড়ে ৩ দশমিক ০১৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আগের বছরের একই সময়ে এই আয় ছিল ২.৯৯ বিলিয়ন ডলার।

অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে রপ্তানি আয় ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৪০ দশমিক ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩৬ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

রপ্তানিকারকদের মতে, ঈদের দীর্ঘ ছুটিতে কারখানা বন্ধ থাকা এবং শিল্পে গ্যাস সংকটের দ্বৈত প্রভাবে রপ্তানি কমেছে।

সোমবার (৫ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে রপ্তানি আয় হয়েছে ৩.০১ বিলিয়ন ডলার, অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র ০.৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এটাই চলতি অর্থবছরের মধ্যে সবচেয়ে কম মাসিক রপ্তানি। ইপিবির তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে কম রপ্তানি হয়েছিল সেপ্টেম্বর মাসে-৩.৫২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছিল সে মাসে।

এর বিপরীতে, চলতি বছরের মার্চ মাসে রপ্তানি ছিল ৪.২৫ বিলিয়ন ডলার।

শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক- রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান টিবিএসকে বলেন, 'এপ্রিলে ৮ দিনের বেশি ঈদের ছুটি ছিল। তার সঙ্গে আবার টেক্সটাইল ও গার্মেন্টস খাতের কারখানাগুলো তীব্র গ্যাস সংকটের সম্মুখীন হয়েছে, এসব মিলিয়ে উৎপাদনের স্বাভাবিক ধারা ব্যাহত হয়েছে।'

তিনি বলেন, এ দুটি বিষয়ের মিলিত প্রভাবেই কমেছে রপ্তানি। মাহমুদ হাসান খান পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন- বিজিএমইএ'র সাবেক ভাইস প্রেসিডেন্ট। 

এআর

Wordbridge School
Link copied!