• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৫ আগস্ট টেক্সটাইল কারখানা বন্ধের অনুরোধ বিটিএমএ’র


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৫, ০৩:৩৯ পিএম
৫ আগস্ট টেক্সটাইল কারখানা বন্ধের অনুরোধ বিটিএমএ’র

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব টেক্সটাইল শিল্পকারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

রবিবার (৩ আগস্ট) বিটিএমএ-এর সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে (সাধারণ ছুটিসহ) ঘোষণা করে সরকার। তবে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১১৮ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী, বছরের শুরুতেই শিল্পকারখানার উৎসব ছুটি নির্ধারণ করা হয়ে থাকে। ফলে টেক্সটাইল কারখানাগুলোর জন্য সরকার ঘোষিত এই সাধারণ ছুটি পালনে বাধ্যবাধকতা নেই।

তবে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সরকার ঘোষিত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে, বিটিএমএ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সব টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

ওএফ

Wordbridge School
Link copied!