• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নগদের মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ২, ২০২৫, ০৩:১১ পিএম
নগদের মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ

ঢাকা : দেশেল আলোচিত মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। বেতন হিসাব বাদে সব ধরনের লেনদেন স্থগিত করতে বলা হয়েছে। 

মঙ্গলবার (০২ আগস্ট) বিএফআইইউ সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে।

জব্দের তালিকায় আরও আছেন- তানভীর মিশুকের বাবা মো. ওবায়েদুল্ল্যাহ পনির, মা নাহিদ আক্তার। এছাড়া সাদাফ রোকসানা, রোকসানা কাশেম টুম্পা, মো. সাফায়েত আলম, মো. তাওফিকুর রহমান, মারুফুল ইসলাম ঝলক, মোহাম্মদ আমিনুল হক, ফকির বেদার উদ্দিন আহমেদ, তৈফুর রহমান, মুশফিকুর রহমান ফকির ও তারেক হাসান সরদার।

এসব ব্যক্তির লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেন বিবরণী, কেওয়াইসি পাঠাতে বলা হয়েছে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!