• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্যবসায়ীদের সঙ্গে প্রতি মাসে মতবিনিময় করবে এনবিআর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩, ২০২৫, ০২:৩৯ পিএম
ব্যবসায়ীদের সঙ্গে প্রতি মাসে মতবিনিময় করবে এনবিআর

ঢাকা : বাণিজ্য সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি মাসে সব অংশীজনের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

‘মিট দ্যা বিজনেস’ নামের ওই অনুষ্ঠান প্রতি মাসের দ্বিতীয় বুধবার আয়োজন করবে প্রতিষ্ঠানটি। বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এসব তথ্য জানিয়েছেন।

এনবিআর সূত্রে জানা যায়, সব অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত হয়ে কাস্টমস, আয়কর ও ভ্যাট বিষয়ে মাঠ পর্যায়ে তাদের সমস্যার কথা সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের কাছে উপস্থাপন করতে পারবেন। এতে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড সুস্পষ্ট ধারণা লাভ করে সেগুলো সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 

এনবিআরের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের চলতি মাসের সভাটি আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হল রুমে (কক্ষ নং-৩০১) অনুষ্ঠিত হবে। সভায় যেসব ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণে ইচ্ছুক তাদেরকে নিচের গুগল ফরমটি পূরণ করে পাঠানোর জন্য অনুরোধ করেছে এনবিআর।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!