• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডিএসইর সতর্কতায়ও থামছে না ইনটেকের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:২৫ পিএম
ডিএসইর সতর্কতায়ও থামছে না ইনটেকের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি

ঢাকা : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেডের সাম্প্রতিক শেয়ার দর ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে বারবার সতর্ক বার্তা দেওয়া হলেও কোম্পানিটির শেয়ারের দরবৃদ্ধি থামছে না। কোম্পানিটি বলছে, তারা এই অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের কারণ জানে না।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে গত ১৭ আগস্টের পর ইনটেক লিমিটেডের শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। ওইদিন শেয়ারটির দর ছিল ২০ টাকা ৯০ পয়সা। এরপর শেয়ারটির দর বাড়তে থাকে। আলোচিত সময়ের মধ্যে ডিএসইর পক্ষ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করতে অন্তত তিনবার বার্তা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আজ বৃহস্পতিবার শেয়ারটির দর প্রায় ১০ শতাংশ বা ৪ টাকা ১০ পয়সা বেড়ে ৪৫ টাকা ৩০ পয়সায় উঠেছে, যা একদিনে শেয়ারদর বৃদ্ধির সর্বোচ্চ সীমা।

এদিকে শেয়ারটির লেনদেনও আলোচিত সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। এর মধ্যে গতকাল সর্বোচ্চ লেনদেন হয়েছে, যা শেয়ার সংখ্যায় ৫৬ লাখ ৯৪ হাজার ৮৩১টি। এই রিপোর্ট লেখা পর্যন্ত  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একদিনে শেয়ারটির দর যতটুকু বাড়ার সীমা রয়েছে, তার সর্বোচ্চ বেড়েছে। 

কোম্পানিটির শেয়ারদর চিত্র অন্যভাবে বিশ্লেষণে দেখা যায়, কেউ যদি গত ১৭ আগস্ট কোম্পানির ১ লাখ শেয়ার কিনে থাকে, তাহলে তাকে ২০ টাকা ৯০ পয়সা হারে ২০ লাখ ৯০ হাজার টাকা বিনিয়োগ করতে হয়েছে। আজ সেই বিনিয়োগকারী ৪৫ টাকা ৩০ পয়সা হারে সবগুলো শেয়ার বিক্রি করলে ২৪ লাখ ৪০ হাজার টাকা মুনাফাসহ মোট ৪৫ লাখ ৩০ হাজার টাকা তুলে নিতে পেরেছে। অর্থাৎ ২১ লাখ টাকারও কম বিনিয়োগ করে মাত্র ১৪ দিনে এই কোম্পানির বিনিয়োগকারীর মুনাফার অংশ ২৪ লাখ ৪০ হাজার টাকা। শতকরা হিসেবে এই ১৪ দিনে মুনাফার হার দাঁড়ায় প্রায় ১১৭ শতাংশ।

অথচ এই কোম্পানিটি দীর্ঘ বছর ধরে আর্থিকভাবে দুরবস্থায় রয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম ৯ মাসেও (জুলাই-মার্চ) লোকসান গুনতে হয়েছে। আর কোম্পানি রিজার্ভ ঘাটতির পরিমাণ মোট পরিশোধিত মূলধনের চেয়েও বেশি। বেশ কয়েক বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশও দিতে পারেনি।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!