• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিরাকেল থেকে ৫০ শতাংশ ব্যাগ কিনবে বিসিআইসি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৩:১৮ পিএম
মিরাকেল থেকে ৫০ শতাংশ ব্যাগ কিনবে বিসিআইসি

ঢাকা : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চাহিদার অর্ধেক বা ৫০ শতাংশ ব্যাগ কিনবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মানিক উদ্দিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে গত ১ সেপ্টেম্বর এই অনুমোদন দেওয়া হয়।

এ সিদ্ধান্তের ফলে মিরাকেলের অর্ডার বৃদ্ধি পাবে এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এতে সাধারণ বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিসিআইসিকে বাধ্যতামূলকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করতে হবে।

এর আগে গত বছরের ডিসেম্বরে প্রথমবার মিরাকেলকে বিসিআইসির মোট চাহিদার ২০ শতাংশ ব্যাগ সরবরাহের সুযোগ দেওয়া হয়েছিল। ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠানটি বিসিআইসির শতভাগ ব্যাগ সরবরাহ করলেও ২০০৭ সালে সরকার উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে অর্ডার দেওয়ার নীতি গ্রহণ করে। দীর্ঘ বিরতির পর আবার অর্ডার পুনরায় শুরু হয়।

এ খবরে বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। গত ১১ কার্যদিবসে মিরাকেলের শেয়ারদর ২৭ শতাংশ বেড়ে সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএসইতে ৩৩ টাকা ৯০ পয়সায় লেনদেন শেষ হয়। আজ মঙ্গলবারও (৯ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার ইতিবাচক ধারায় লেনদেন হচ্ছে। তবে কোম্পানিটি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!