• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কাল থেকেই সস্তায় মিলবে সোনা, ভরিতে কমল ৮ হাজার ৩৮৬ টাকা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২২, ২০২৫, ০৯:৩৫ পিএম
কাল থেকেই সস্তায় মিলবে সোনা, ভরিতে কমল ৮ হাজার ৩৮৬ টাকা

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম কমেছে ৮ হাজার ৩৮৬ টাকা। নতুন দাম অনুযায়ী, এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২২ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এদিকে বিশ্ববাজারেও সম্প্রতি সোনার দাম কমেছে প্রায় ৫ শতাংশ।

এসএইচ

Wordbridge School
Link copied!