• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আরও কমল সোনার দাম, দুই লাখের নিচে নেমে যেতে পারে


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২৫, ১০:৫৮ পিএম
আরও কমল সোনার দাম, দুই লাখের নিচে নেমে যেতে পারে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দামে পতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে নতুন করে স্বর্ণ ও রূপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২৭ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দর মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের দিনের তুলনায় প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৫৩৭ টাকা পর্যন্ত কমানো হয়েছে স্বর্ণের দাম।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৪৩১ টাকা, যা আগের ২ লাখ ৭ হাজার ৯৬৮ টাকার তুলনায় ৩ হাজার ৫৩৭ টাকা কম।

২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ১ লাখ ৯৫ হাজার ১৮৫ টাকা, যা আগের তুলনায় ৩ হাজার ২৫৮ টাকা হ্রাস পেয়েছে।

১৮ ক্যারেট স্বর্ণের দাম এখন ১ লাখ ৬৭ হাজার ২৪৪ টাকা, কমেছে ২ হাজার ৯৩৭ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৪১ টাকা, যা আগের তুলনায় ২ হাজার ৫১৪ টাকা কম।

ধারণা করা হচ্ছে এভাবে কমে থাকলে দুই লাখের নিচে নেমে যেতে সোনার দাম।

এদিকে রূপার দামেও এসেছে পরিবর্তন। নতুন তালিকায় ২২ ক্যারেট রূপার ভরি ৪ হাজার ২৪৭ টাকা (আগে ছিল ৫ হাজার ৪৬৮ টাকা), ২১ ক্যারেট রূপা ৪ হাজার ৪৮ টাকা, ১৮ ক্যারেট রূপা ৩ হাজার ৪৭৯ টাকা,
এবং সনাতন পদ্ধতির রূপা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০৪ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নতুন মূল্য কার্যকর থাকবে। বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এম

Wordbridge School
Link copied!