• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সেই পাঁচ ব্যাংক জন্ম নিচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৫, ০৯:২৫ পিএম
সেই পাঁচ ব্যাংক জন্ম নিচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

প্রতীকী ছবি

ঢাকা: দেশের পাঁচটি আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত হতে যাচ্ছে নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াভিত্তিক ব্যাংক “সম্মিলিত ইসলামী ব্যাংক”, যা প্রাথমিক অনুমোদন পেয়েছে। রোববার (৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড এই অনুমোদন দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় গত বুধবার ব্যাংকের প্রাথমিক লাইসেন্সের আবেদন পাঠায়। আজকের বোর্ড সভায় নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। ব্যাংক গভর্নর ড. আহসান এইচ. মনসুরও দুপুরে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন।

নতুন ব্যাংকের সাত সদস্যের বোর্ডের চেয়ারপারসন থাকবেন নাজমা মোবারক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব। অন্যান্য সদস্যরা হলেন মো. খাইরুজ্জামান মোজুমদার, এম. সাইফুল্লাহ পানা, মো. কামাল উদ্দিন, মো. শাহরিয়ার কাদের সিদ্দিকি, মো. রাশেদুল আমিন এবং শেখ ফারিদ।

২০ হাজার কোটি টাকার মূলধন নির্ধারণ করা হয়েছে নতুন ব্যাংকের জন্য। এটি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য, সুশৃঙ্খল এবং আধুনিক শরিয়াভিত্তিক ব্যাংক হিসেবে কার্যক্রম চালাবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের আর্থিক খাতে এটি শরিয়াভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা আরও শক্তিশালী করবে এবং বিনিয়োগ ও সঞ্চয়কারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

নতুন ব্যাংকের মাধ্যমে শরিয়াহভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে পুনর্গঠন এবং সুশৃঙ্খল তহবিল ব্যবস্থাপনার দিক থেকে তা একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!