• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমানত ও রেমিট্যান্সে সবাইকে ছাড়িয়ে গেল ইসলামী ব্যাংক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৬, ২০২৫, ০৫:২০ পিএম
আমানত ও রেমিট্যান্সে সবাইকে ছাড়িয়ে গেল ইসলামী ব্যাংক

ফাইল ছবি

ঢাকা: প্রায় ১৮ হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছর প্রায় ১৮ হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। ব্যাংকিং খাতে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হওয়ায় ব্যাংকের সুশাসন ও গ্রাহকের আস্থা ফিরে এসেছে। এছাড়া রেমিট্যান্স সংগ্রহের ক্ষেত্রেও ইসলামী ব্যাংক শীর্ষে অবস্থান করছে।

রোববার (১৬ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ব্যবসায় পর্যালোচনা সভায় প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান এ তথ্য জানান। সভায় ব্যাংকের ব্যবসার কৌশলগত অগ্রগতি, শাখাভিত্তিক আমানত ও বিনিয়োগ প্রবৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন। এছাড়া অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ১৬টি জোনের প্রধান ও কর্পোরেট শাখাপ্রধানগণও উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্মকর্তারা জানান, সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনার দক্ষতা এবং গ্রাহকের প্রতি বিশ্বস্ততা ইসলামী ব্যাংকের এই শীর্ষ অবস্থান ধরে রাখার মূল চাবিকাঠি।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!