• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জেএমআই স্পেশালাইজড হসপিটালকে পাবলিক লিমিটেড করার সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:৫২ পিএম
জেএমআই স্পেশালাইজড হসপিটালকে পাবলিক লিমিটেড করার সিদ্ধান্ত

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডকে (জেএসএইচএল) প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। 

বুধবার (০৩) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে কোম্পানিটি। গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়েছে।

জানা গেছে, কোম্পানিটি ইতোমধ্যে জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে অতিরিক্ত ১০ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা বিনিয়োগ করেছে। এর ফলে হাসপাতালটিতে কোম্পানিটির মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩১ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা।

এদিকে, জেএমআই স্পেশালাইজড হসপিটালে আর কোনো অতিরিক্ত বিনিয়োগ না করার এবং হাসপাতালটিতে তাদের বিনিয়োগ ৫০ শতাংশের নিচে নামিয়ে আনার সিদ্ধান্তও নিয়েছে পর্ষদ।

এর ফলে প্রতিষ্ঠানটি সহযোগী থেকে অ্যাসোসিয়েট কোম্পানিতে রূপান্তরিত হবে। তবে হসপিটালটির উপর উল্লেখযোগ্য প্রভাব বজায় রাখবে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!