• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্যান্সার আক্রান্ত শাহিনকে আর্থিক সহায়তা করল শাহ্জালাল ইসলামী ব্যাংক


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:৫০ পিএম
ক্যান্সার আক্রান্ত শাহিনকে আর্থিক সহায়তা করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

ছবি: সোনালীনিউজ

ঢাকা: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক গোপালগঞ্জের মো. শাহিন মোল্যার ব্লাড ক্যান্সার রোগের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে এই অর্থ হস্তান্তর করা হয়েছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম জেলার শুকতাইল গ্রামের বাসিন্দা মো. শাহিন মোল্যার নিকট এই অনুদানের চেক প্রদান করেন।

অনুদানের চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার, ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ এবং ব্যাংক ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ অফিসার মো: কামাল মিয়া উপস্থিত ছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!