• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন পে স্কেলের বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:১৫ পিএম
নতুন পে স্কেলের বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পে কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কমিশনের সদস্যরা বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করছেন এবং খুব শিগগিরই সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, পে কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। বিভিন্ন পক্ষ থেকে কমিশনের কাছে লিখিতভাবে ও সরাসরি সাক্ষাতের মাধ্যমে মতামত ও প্রস্তাব দেওয়া হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সুপারিশ চূড়ান্ত করা হচ্ছে।

অর্থ উপদেষ্টা জানান, পে স্কেল নিয়ে কমিশনের কার্যক্রম থেমে নেই এবং সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

এই সরকার নতুন পে স্কেল কার্যকর করতে পারবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে। একই সঙ্গে তিনি জানান, পে কমিশনের পাশাপাশি বিচার বিভাগের জন্য আলাদা প্রতিবেদন এবং প্রতিরক্ষা খাতের জন্য একটি সাব-কমিটিও কাজ করছে।

নতুন পে স্কেল নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেল নির্ধারণ সরকারের সিদ্ধান্তের বিষয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব ব্যাংক-সংক্রান্ত বিষয়ে সীমাবদ্ধ।

নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বাস্তবায়ন একটি সময়সাপেক্ষ ও পৃথক প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, জ্বালানি নিরাপত্তা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ইস্যুতে বাংলাদেশের জ্বালানি তেল সরবরাহে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি আশ্বস্ত করেন।

এ ছাড়া নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বডি অন ক্যামেরা কেনার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, এ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে এবং প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাদ্দ থেকেই ব্যয় করা হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!