• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা-রুপা


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:৫৪ পিএম
ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা-রুপা

ফাইল ছবি

ভূরাজনৈতিক অস্থিরতা, ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর জোরালো প্রত্যাশার প্রভাবে বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামে বড় উল্লম্ফন দেখা গেছে। 

বুধবার (১৪ জানুয়ারি) প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্সে ৪ হাজার ৬৩৪ দশমিক ৩৩ ডলারের সীমা ছাড়িয়েছে। একই সঙ্গে রুপার দামও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর খবর ছড়িয়ে পড়ার পর বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝুঁকতে শুরু করেন। এর ফলে স্বর্ণ ও রুপার বাজারে চাহিদা হঠাৎ বেড়ে যায়। পাশাপাশি বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তাও দাম বাড়ার বড় কারণ হয়ে উঠেছে।

এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম এক শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯১ দশমিক ৪৯ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার বাজারে দাম বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়।

বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে স্পট সোনার দাম একপর্যায়ে সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৬৩৪ দশমিক ৩৩ ডলারে পৌঁছে যায়।

রুপার বাজারেও একই দিনে বড় উল্লম্ফন দেখা যায়। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম প্রায় ২৭ শতাংশ বেড়েছে। স্পট রুপা ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯০ দশমিক ১১ ডলারে পৌঁছায়, যা ইতিহাসে প্রথম। পরে স্পট সিলভারের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ৯০ ডলারের সীমা ছাড়িয়ে যায়। একই দিনে প্লাটিনামের দাম ৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

হাই রিজ ফিউচার্সের ধাতু লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার জানান, তুলনামূলকভাবে সহনীয় ভোক্তা মূল্যসূচক তথ্য বাজারে ইতিবাচক মনোভাব তৈরি করেছে। এতে ভবিষ্যতে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম থাকায় সুদহার কমানোর সম্ভাবনা বেড়েছে। এর ফলে বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। তাঁদের ধারণা, চলতি বছর সুদহার কমানো হলে স্বর্ণের দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে।

এসএইচ 

Wordbridge School
Link copied!