• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পে কমিশন বসছে কাল, আলোচনায় যা থাকছে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২৬, ০৫:৩৯ পিএম
চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পে কমিশন বসছে কাল, আলোচনায় যা থাকছে

ফাইল ছবি

নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত করতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে ফের বসছে পে-কমিশন। সভায় সর্বোচ্চ বেতন, সর্বনিম্ন বেতনসহ গ্রেড সংখ্যা, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা, অবসরকালীন সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হবে। কমিশনের সদস্যরা একমত পোষণ করলে এসব বিষয় চূড়ান্ত হবে।

পে কমিশনের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১২টায় সচিবালয়ের পুরাতন মন্ত্রিপরিষদ ভবনের সভাকক্ষে পূর্ণ কমিশনের বৈঠক শুরু হবে। কমিশন ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের উচ্চমূল্য, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করবে। এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণে মূল রেফারেন্স হিসেবে কাজ করবে।

নবম পে-স্কেলে বেতনের অনুপাত ইতিমধ্যেই ১:৮ চূড়ান্ত করা হয়েছে। গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় ১:৮, ১:১০ ও ১:১২ অনুপাতের মধ্যে প্রথমটি চূড়ান্ত করা হয়।

সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রথম প্রস্তাবে ২১ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকার বেতন স্কেল রাখা হয়েছে। এই তিনটির মধ্যে একটি প্রস্তাব আগামীকাল চূড়ান্ত হতে পারে।

সর্বোচ্চ বেতন এখনো চূড়ান্ত করা যায়নি। বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়গুলো এখনও আলোচনার অধীনে থাকায় নির্দিষ্ট সর্বোচ্চ বেতন স্কেল ঘোষণা করা সম্ভব হয়নি।

জাতীয় বেতন কমিশন ২০২৫ সালের ২৭ জুলাই গঠিত হয়। কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশনের দায়িত্ব সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদান করা। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা, যা জাতীয় নির্বাচনের আগেই প্রায় সমাপ্ত হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!