• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেলের রূপরেখা আজই চূড়ান্ত হওয়ার ইঙ্গিত, ভাতায় স্বস্তি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:২১ পিএম
পে স্কেলের রূপরেখা আজই চূড়ান্ত হওয়ার ইঙ্গিত, ভাতায় স্বস্তি

ফাইল ছবি

দীর্ঘদিন ধরে আলোচিত নবম জাতীয় পে স্কেল নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সম্প্রতি অন্তর্বর্তী সরকার পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিলেও সরকারি চাকরিজীবীদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। নতুন বেতন কাঠামো ঘোষণার আগ পর্যন্ত বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পেতে থাকবেন সরকারি চাকরিজীবীরা।

এর মধ্যেই নবম জাতীয় পে স্কেলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত করতে ফের বৈঠকে বসছে পে কমিশন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পূর্ণ কমিশনের এই সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, এই বৈঠকেই বেতন কাঠামোর মূল রূপরেখা চূড়ান্ত হতে পারে।

কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে কেবল সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণই নয়, বরং পুরো কাঠামো নিয়ে আলোচনা হবে। গ্রেড সংখ্যা ও বিন্যাস, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন কমিশনের সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানিয়েছেন, এবারের সুপারিশে শুধু সংখ্যার সমীকরণ নয়, বরং বর্তমান উচ্চ মূল্যস্ফীতি, শিক্ষা ব্যয় এবং আবাসন সংকটের বাস্তব চিত্রকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ৮ জানুয়ারির বৈঠকে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে। কমিশন ১:৮, ১:১০ এবং ১:১২—এই তিন ধরনের অনুপাত পর্যালোচনা করে তুলনামূলকভাবে কম বৈষম্যপূর্ণ হওয়ায় ১:৮ অনুপাতটি গ্রহণ করে। এই অনুপাত কার্যকর হলে উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে ব্যবধান আগের তুলনায় নিয়ন্ত্রিত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে কমিশনের টেবিলে বর্তমানে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। প্রথম প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন হতে পারে ২১ হাজার টাকা। দ্বিতীয় প্রস্তাবে এটি ধরা হয়েছে ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা। এই তিনটির মধ্য থেকে কোনটি চূড়ান্ত হবে, তা আজকের বৈঠকেই অনেকটা স্পষ্ট হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

২০২৫ সালের জুলাই মাসে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে নবম জাতীয় পে কমিশন গঠিত হয়। কমিশনের মেয়াদ চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। ফলে সময়সীমার আগে সুপারিশ চূড়ান্ত করার চাপও রয়েছে কমিশনের ওপর।

বেতন কাঠামো নিয়ে অনিশ্চয়তা যতই থাকুক, আজকের বৈঠক সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত দিকনির্দেশনা দিতে পারে-এমন প্রত্যাশাই এখন সংশ্লিষ্ট মহলের।

এসএইচ 

Wordbridge School
Link copied!