ছবি: সংগৃহীত
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির "বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬" ১৭ জানুয়ারি গাজীপুরের স্থানীয় এক রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ সম্মেলনের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
সম্মেলনে ব্যাংকের পরিচালকবৃন্দ মো: সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান এবং শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতী আব্দুল্লাহ্ মাসুম অংশগ্রহণ করেন। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার, এম. এম. সাইফুল ইসলাম ও মো: জাফর ছাদেক বক্তব্য রাখেন।
সম্মেলনে মো: জাফর ছাদেক ২০২৫ সালে ব্যাংকের বিভিন্ন সূচকে অর্জিত সাফল্যের উপর তথ্যচিত্র উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভাগের প্রধানগণ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ। ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার এবং এসইভিপি ও ইনভেস্টমেন্ট মনিটরিং বিভাগের প্রধান রুমানা কুতুবুদ্দিন অনুষ্ঠান মডারেট করেন।
আলোচকবৃন্দ বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি, গত বছরের সাফল্য এবং চলতি বছরে নতুন লক্ষ্যমাত্রা অর্জনের কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সম্মেলনে সফল শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহীদের কৃতিত্ব স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
এসএইচ







































