• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তারেক রহমানের সঙ্গে শেয়ারবাজার স্টেক হোল্ডারদের বৈঠক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২৬, ০১:০০ এএম
তারেক রহমানের সঙ্গে শেয়ারবাজার স্টেক হোল্ডারদের   বৈঠক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়শনের কর্মকর্তারা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) তারেক রহমানের গুলশান অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ডিবিএর কর্মকর্তারা এসময় শেয়ারবাজারের বিভিন্ন সমস্যা ও ভবিষৎ সম্ভাবনার কথা তুলে ধরেন।

তারেক রহমান সব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপি ক্ষমতায় আসলে শেয়ারবাজারের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান ইমন ও রিচার্ড ডি’ রোজারিও, ডিবিএ'র সাইফুল ইসলাম, মার্চেন্ট ব্যাংকের সেক্রেটারি সুমিত পোদ্দারসহ ডিএসই-সিএসই-ডিবিএ ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারা।

এএইচ /এম

Wordbridge School
Link copied!