• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

এপ্রিলেই ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৪, ০৮:৩৬ পিএম
এপ্রিলেই ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল

ঢাকা : চলতি মাস এপ্রিলেই প্রকাশ করা হতে পারে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনটিআরসিএ কর্মকর্তারা জানান, শিক্ষক নিবন্ধন নীতিমালা অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার একমাসের মধ্যেই ফলাফল ষোষণা করতে হয়। তাই ইতোমধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এরই মধ্যে সব জেলা থেকে ওএমআর শিট পাঠা এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, চলতি এপ্রিল মাসের মধ্যেই ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। আমরা এ মাসের শেষ দিকে ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।

গত ১৫ মার্চ অনুষ্ঠিত হয় ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা। দেশের আটটি বিভাগের ২৪ জেলা শহরে ওইদিন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

এমটিআই
 

Wordbridge School
Link copied!