ঢাকা: সরকারি তিতুমীর কলেজ ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘বিদেশে উচ্চতর শিক্ষা’ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শমূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) কলেজের পুরাতন বিজ্ঞান ভবনে এই সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাস, ঢাকার পাবলিক এনগেজমেন্ট ইউনিটের ইউথ এক্সচেঞ্জ এবং এলামনাই কোঅর্ডিনেটর মুশফিক হাসান।
সেশনে তিনি শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিদেশে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেন। উক্ত সেশনে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেশন শেষে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মুশফিক হাসান তার বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুবিধাসমূহ, বৃত্তি এবং ভর্তি প্রক্রিয়ার বিষয়গুলো তুলে ধরেন। এছাড়াও, তিনি ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোর গুরুত্ব এবং এর মাধ্যমে কিভাবে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যারিয়ারকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে পারেন, সে সম্পর্কে দিকনির্দেশনা দেন।
সেশনে অংশগ্রহণ করা শিক্ষার্থী নাবিল রহমান বলেন, ক্যারিয়ার ক্লাব যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিয়ে একটি অসাধারণ সেশন আয়োজন করে। এতে আমি মাস্টার্স, পিএইচডিতে ফান্ডিং ও ভর্তি প্রক্রিয়া সহ বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কে জ্ঞান লাভ করি। ফান্ডিংয়ের জন্য কীভাবে একটি ভালো প্রোফাইল তৈরি করতে হয়, গবেষণা ও শিক্ষক সহকারী হিসাবে কাজের সুযোগ এবং উচ্চশিক্ষার জন্য অধ্যাপকদের সাথে যোগাযোগের পদ্ধতি নিয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়। যা উচ্চশিক্ষার আবেদন করায় আমার জন্য সহায়ক হবে। এছাড়া, কীভাবে আবেদন করতে হয় ও ফান্ডিং পাওয়ার প্রক্রিয়া, এবং মাস্টার্স ও এমবিএ ডিগ্রির মধ্যে আর্থিক সহায়তা প্রক্রিয়া সম্পর্কেও জানতে পারি।
এই বিষয়ে তিতুমীর কলেজ ক্যারিয়ার ক্লাবের সভাপতি আকিব আনজুম বলেন, বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন হলো বিদেশ থেকে উচ্চতর জ্ঞান অর্জন করে সেই জ্ঞানকে দেশের সেবায় কাজে লাগানো। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা ক্যারিয়ার ক্লাব থেকে শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরের পথে দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যে এই সেশনটি আয়োজন করেছি।
এসএস