ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার একটি কমিউনিটি সেন্টারে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে এক অনন্য আয়োজনের সাক্ষী হলো সবাই। বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের ৭৬ জন শিক্ষার্থী পবিত্র কোরআন শরীফের সবক নিয়ে মুগ্ধ করল উপস্থিত সবাইকে।
শুধুমাত্র জেনারেল কারিকুলামে পরিচালিত হলেও ধর্মীয় শিক্ষার প্রতি এ প্রতিষ্ঠানের বিশেষ যত্ন ও ভালোবাসার একটি উজ্জ্বল নিদর্শন ছিল এ আয়োজন। এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে। উপস্থিত শতাধিক অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিরা মুগ্ধ হয়ে শুনলেন কোমলমতি শিশুদের কণ্ঠে আল কুরআনের অপূর্ব সুর। সবক প্রদান করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মুহাম্মদ নুরুন্নবী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, "সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রতিটি মুসলমান নর-নারীর জন্য ফরজ। আমাদের উদ্যোগ এক ব্যতিক্রমী প্রচেষ্টা, যেখানে একত্রে বাংলা, ইংরেজি এবং আরবি শিক্ষার সমন্বয় করা হয়েছে।"
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আবুল কাশেম বলেন, "শিক্ষার আসল উদ্দেশ্য ভালো মানুষ তৈরি করা। ধর্মীয় মূল্যবোধ ছাড়া সত্যিকারের শিক্ষার পূর্ণতা আসে না।"
বিশেষ অতিথির বক্তৃতায় সাংবাদিক নিয়াজ মাহমুদ বলেন, "আল-কুরআনের শিক্ষায় মানুষের জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। কুরআন শিক্ষার মাধ্যমে সন্তানদের সুন্দর ভবিষ্যতের পথ তৈরি করা সম্ভব।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জয় জানান, "আমরা প্লে-গ্রুপ থেকে শুরু করে প্রতিটি স্তরের শিক্ষার্থীদের জন্য ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করেছি। কেবল শ্রেণিকক্ষেই নয়, ক্লাস শেষে শিক্ষকদের ব্যক্তিগত সময়েও শিক্ষার্থীদের কোরআন শিক্ষা দেওয়া হয়।"
সহকারী প্রধান শিক্ষক কে এম জাহিদ বলেন, "আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং ভালো মানুষ তৈরি করা। এ কারণেই আমাদের প্রতিষ্ঠান সবসময় শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে।"
বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি একটি আলোকবর্তিকা, যেখানে ধর্মীয় ও আধুনিক শিক্ষার মেলবন্ধনে গড়ে উঠছে আগামী দিনের আদর্শ মানুষ।
অনলাইন স্কুল ”ইজি ইংলিশ” এর প্রধান শিক্ষক আমীরুল ইসলাম এবং ফয়জুর রহমান স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ইশতিয়াক আলমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।
আইএ