• ঢাকা
  • শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ ১৪৩০

ঢাবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ‘জুতা নিক্ষেপ’


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানুয়ারি ১৯, ২০২৫, ০৫:৩২ পিএম
ঢাবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ‘জুতা নিক্ষেপ’

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে 'জুতা নিক্ষেপ' কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে 'ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন' ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।

সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে কোয়ালিশনের সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া এস এম তানিম বলেন, এতদিন শেখ মুজিবকে দেবতুল্য আসনে বসিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের দুর্ভিক্ষ একমাত্র তার আমলে হয়েছে, যেটা হয়েছে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে।

ওই সময় একদিকে দুর্ভিক্ষে মানুষ মরেছে, অন্যদিকে সে তার ছেলের বিয়ের জন্য সোনার মুকুট এনেছে । এখানেই বোঝা যাচ্ছে রাষ্ট্রনায়ক হিসেবে সে কতটা ব্যর্থ ও জনবিচ্ছিন্ন ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের উত্তর দিকে মেট্রোরেলের পিলারে শনিবার রাতে শেখ মুজিবুর রহমানের এই প্রতিকৃতি আঁকার তথ্য দিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা।

তানিম বলেন, সে (শেখ মুজিবুর রহমান) নিজেকে নিয়েই ব্যস্ত ছিল। সে যে ধরনের স্বৈরশাসক ছিল, তা ফুটিয়ে তোলা হয়নি; চাপা রাখা হয়েছিল।

গতকাল রাতে আমরা এই প্রতিকৃতিটা আঁকিয়েছি। বিভিন্ন দিবস উপলক্ষ্যে মানুষ এখানে জুতা নিক্ষেপ করবে। এটা সবার জন্য উন্মুক্ত।

কোয়ালিশনের মুখপাত্র পরিচয় দেওয়া তাসনিম বলেন, আগের সত্য ঘটনাগুলো আমাদের কাছ থেকে লুকানো হয়েছে। আগের সরকার পাঠ্যপুস্তক থেকে সঠিক ইতিহাস লুকিয়েছে।

এখন সব সামনে চলে আসছে। এখন আর আমাদের জেলে যাওয়ার ভয় নাই । আয়না ঘরে যাওয়ার ভয় নাই।

তিনি বলেন, ৭২ পরবর্তী সময়ে মুজিব স্বৈরাচারী হয়ে উঠেছিল। বাকশালের মাধ্যমে সবার অধিকার হরণ করেছিল। মুজিবকে ঈশ্বর বানিয়ে হাসিনা সবার সামনে প্রচার করেছিল। তার প্রতি ক্ষোভ থেকেই আজকের এই কর্মসূচি।

এমটিআই

Wordbridge School
Link copied!