ঢাকা : মায়ের অসুস্থতার জন্য প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেনি আনিসা আরিফা। তবে আনিসা আরিফা দ্বিতীয় দিনের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন।
রোববার (২৯ জুন) সকালে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে এসেছে আরিফা। সকাল ৯টা ১০ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেন তিনি।
রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা। এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মায়ের হঠাৎ অসুস্থতায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি তিনি। কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে অনেক কাকুতি-মিনতি করলেও ভেতরে প্রবেশ করতে পারেননি।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তার পরীক্ষা নেওয়ার দাবি তোলা হয়। এরপরই অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে জানানো হয়, আনিসার পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। আপাতত বাংলা দ্বিতীয় পত্র থেকে তার এইচএসসি মিশন শুরু হচ্ছে।
পিএস







































