• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশাল বোর্ডে মাধ্যমিকে পাসের হারে বড় ধাক্কা, কমেছে জিপিএ-৫


বরিশাল প্রতিনিধি   জুলাই ১০, ২০২৫, ০৩:৩৪ পিএম
বরিশাল বোর্ডে মাধ্যমিকে পাসের হারে বড় ধাক্কা, কমেছে জিপিএ-৫

বরিশাল : ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই নেমে এসেছে আশঙ্কাজনকভাবে। গত বছরের তুলনায় এবার ফলাফল খারাপ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষাবিদরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন। এতে দেখা যায়, এ বছর গড় পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ, যেখানে গত বছর তা ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় অনেক কম।

চলতি বছর বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলার ১ হাজার ৪৯১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৮৪ হাজার ৭০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ছিল ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় ১৯৪টি কেন্দ্রে। সব মিলিয়ে মোট পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

বিভাগের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে পিরোজপুর জেলা। বরাবরের মতো এবারও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যায়।

শিক্ষাবিদ ও বিশ্লেষকদের মতে, পাঠ্যবইয়ের হঠাৎ পরিবর্তন, সিলেবাসে অতিরিক্ত চাপ, পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতির ঘাটতি এবং নিরবচ্ছিন্ন শিক্ষাদান না পাওয়াই এ ফলাফলের পেছনে বড় কারণ হতে পারে।

ফলাফলে হতাশ শিক্ষার্থীরা বলছে, নতুন বইয়ের কাঠামো অনুযায়ী যথাযথ ক্লাস ও গাইডলাইন পায়নি তারা। অনেক বিদ্যালয়ে সময়মতো ক্লাস না হওয়া, অভিজ্ঞ শিক্ষকের অভাব, এবং পরীক্ষামূলক নতুন কারিকুলামে পড়ালেখার চাপেও ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি তারা।

পিএস

Wordbridge School
Link copied!