• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসিসহ সমমানের পরীক্ষা


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ১৭, ২০২৫, ০৯:১৯ এএম
গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসিসহ সমমানের পরীক্ষা

ঢাকা : গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসিসহ সমমানের আজকের পরীক্ষা। বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অব্যাহত থাকবে।

বুধবার (১৬ জুলাই) রাতে ঢাকা শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। গোপালগঞ্জ জেলা ঢাকা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায় ছিল ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা।

বোর্ড জানায়, শুধু গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য সব জেলার শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা দেবেন। বোর্ড আরও জানায়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে আজ সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলা প্রশাসন সন্ধ্যা ৮টা থেকে কারফিউ জারি করে, যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

পিএস

Wordbridge School
Link copied!