ঢাকা : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মোট চারদিনের স্থগিত পরীক্ষার এ সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের ১০ জুলাইয়ের পরীক্ষা ১২ আগস্ট এবং গোপালগঞ্জের ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
এদিকে লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে। প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী ২১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
পিএস







































