• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি, আন্দোলন স্থগিত করলেন শিক্ষকরা


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ১৩, ২০২৫, ০৪:০৭ পিএম
দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি, আন্দোলন স্থগিত করলেন শিক্ষকরা

ঢাকা : সরকার বেসরকারি শিক্ষকদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রতি দিয়েছে। এজন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তবে ১৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হলে আবার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশে এই তথ্য জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

শিক্ষক নেতা বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বাড়ি ভাড়া এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার টাকা, মেডিকেল ভাতা ৫০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা করে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার পাঠানো হয়েছে। তবে আমরা এসব মেনে নিইনি। বরং মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট একটা শতাংশ হারে বাড়ি ভাড়া বাড়াতে হবে। এটি কমপক্ষে মূল বেতনের ২০ শতাংশ করতে হবে। এ ব্যাপারে মন্ত্রণালয় সম্মত হয়েছে।

দেলাওয়ার হোসেন আজিজী বলেন, মন্ত্রণলয়ের দেওয়া প্রতিশ্রুতিগুলো আগামী ১৪ সেপ্টেম্বর মধ্যে কার্যকর না হলে ওই দিন থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি শুরু হবে। তারপর ২৯ সেপ্টেম্বর থেকে পূর্ণদিবস কর্মসূচি শুরু হবে। সবশেষ দাবি আদায়ে আবার ১২ অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে লাগার অবস্থান কর্মসূচি শুরু হবে৷

শিক্ষক নেতা আজিজী বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশের ডিউ লেটার শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

এর আগে বুধবার সকাল ১০টা থেকে প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন শিক্ষকরা। পরে দুপুর দেড়টায় শিক্ষকদের ১০ জন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন।

পিএস

Wordbridge School
Link copied!