• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডাকসু নির্বাচন : শুক্রবার মনোনয়নপত্র নিয়েছেন একজন


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ১৫, ২০২৫, ০৮:০১ পিএম
ডাকসু নির্বাচন : শুক্রবার মনোনয়নপত্র নিয়েছেন একজন

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চতুর্থ দিনে সদস্য পদে একজন মনোনয়ন সংগ্রহ করেছেন। 

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, “মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন। তিনি সদস্য পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। আর একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৩ জন।”

তিনি আরো বলেন, “জুলাই অভ্যুত্থানে হামলার মামলায় আসামিরা ডাকসু নির্বাচনে প্রার্থী বা ভোটার হতে পারবেন না। ভোটের আগের দিনও খোঁজ পাওয়া গেলে তাদের ভোট থেকে বিরত রাখা হবে।”

পিএস

Wordbridge School
Link copied!