• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আজ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৯, ২০২৫, ০৯:৫১ এএম
এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আজ

ঢাকা: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের লিখিত পরীক্ষা আজ মঙ্গলবার (১৯ আগস্ট) শেষ হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের মধ্য দিয়েই সমাপ্ত হবে লিখিত পরীক্ষা।

এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১০ আগস্টের মধ্যে। তবে নানা অনাকাঙ্ক্ষিত কারণে কয়েক দফা স্থগিত হওয়ায় শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের নয় দিন পর পরীক্ষার সমাপ্তি ঘটছে।

প্রথমে জুলাই মাসের ভয়াবহ বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে যায়। পরে ১৭ জুলাই গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির কারণে তিনটি বোর্ডের পরীক্ষা স্থগিত হয়। সবশেষে ২১ ও ২৪ জুলাই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর সারা দেশের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। স্থগিত হওয়া চারটি বিষয়ের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী আজ অনুষ্ঠিত হচ্ছে শেষ পরীক্ষা।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজারের বেশি। গত তিন বছরের মধ্যে এটিই সর্বনিম্ন।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি, যা গতবারের চেয়ে প্রায় ৭৩ হাজার কম। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি, কমেছে প্রায় দুই হাজার। কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি, যা গতবারের তুলনায় প্রায় সাত হাজার কম।

এ ছাড়া, দুই বছর আগে এসএসসি পাস করে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়ার পর নিবন্ধন করেও এবারে পরীক্ষায় অংশ নেয়নি সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী।

সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এবারের পরীক্ষা। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়।

লিখিত পরীক্ষা শেষ হলেও শিক্ষার্থীদের প্রস্তুতির চাপ পুরোপুরি শেষ হয়নি। আগামী ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। নির্ধারিত কেন্দ্রগুলোতে বিষয়ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।

ওএফ

Wordbridge School
Link copied!