• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডাকসু নির্বাচনে সংবাদ কভারে গিয়ে মৃত্যু বরণ করা সাংবাদিক পরিবারে পাশে ছাত্রশিবির


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:১২ এএম
ডাকসু নির্বাচনে সংবাদ কভারে গিয়ে মৃত্যু বরণ করা সাংবাদিক পরিবারে পাশে ছাত্রশিবির

ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)  নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়া সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়ালেন ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) সাদিক কায়েক ও সাধারণ সম্পাদক (জিএস) এ এস এম ফরহাদ সহ ইসলামী ছাত্রশিবির।  

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের নেতৃবৃন্দসহ শিবিরের কেন্দ্রী সভাপতি জাহিদুল ইসলাম সাংবাদিক শিবলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ ফেসবুকে এক পোস্টে লিখেন, “ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।”

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেন, “চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে— আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো। অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!”

সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা দেওয়ার কথা উল্লেখ করে ফরহাদ লিখেন "আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই"

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান চ্যানেল এস-এর সিটি রিপোর্টার তরিকুল শিবলী। এরপর তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই

Wordbridge School
Link copied!