• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আনুষ্ঠানিকতা ছাড়াই আজ এইচএসসির ফল প্রকাশ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০২৫, ০৮:৪৩ এএম
আনুষ্ঠানিকতা ছাড়াই আজ এইচএসসির ফল প্রকাশ

দেশজুড়ে সোয়া ১২ লাখ পরীক্ষার্থীর প্রতীক্ষার অবসান ঘটছে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। সকাল ১০টায় একযোগে প্রকাশিত হবে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, এবারের ফল অনলাইনে প্রকাশ করা হবে— কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান ছাড়াই। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার ফল প্রত্যেক বোর্ড নিজস্ব ওয়েবসাইট ও নির্ধারিত পদ্ধতিতে প্রকাশ করবে।

তিনি আরও জানান, সকাল ১০টায় একযোগে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ফলাফল দেখা যাবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড— মোট ১১টি বোর্ড থেকেই ফল প্রকাশ হবে।

শিক্ষার্থীরা তিনভাবে ফলাফল জানতে পারবে—
১️. অনলাইনে: www.educationboardresults.gov.bd
 ওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল এবং রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করালে ফলাফল দেখা যাবে।
২️. প্রতিষ্ঠান থেকে: সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকেও ফল জানা যাবে।
৩️. এসএমএসে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে —
HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> 2025
এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ফল প্রকাশের দিন সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

অন্যদিকে, ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) থেকে এবং চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। আবেদন শুধুমাত্র অনলাইনে rescrutiny.eduboardresults.gov.bd
 ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। সরাসরি শিক্ষা বোর্ডে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

উল্লেখ্য, এ বছর ১১টি বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অংশ নেয়নি।

এম

Wordbridge School
Link copied!