• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্কুলে ভর্তির নীতিমালায় এল সংশোধন, বয়সসীমা শিথিল


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০২৫, ০৮:৫৮ পিএম
স্কুলে ভর্তির নীতিমালায় এল সংশোধন, বয়সসীমা শিথিল

ফাইল ছবি

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ২০২৬ শিক্ষাবর্ষে ১ম থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বয়সসংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (৩ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি বয়স নির্ধারণ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম ইতিমধ্যে চলছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ১৩ নভেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালার বয়সসংক্রান্ত অনুচ্ছেদে সংশোধন আনে।

নতুন নিয়ম অনুযায়ী, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসারে প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬ বছর ধরা হবে। তবে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি তারিখে সর্বনিম্ন ৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ৭ বছর হতে হবে। অর্থাৎ ২০২৬ সালে প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮-এর মধ্যে।

ভর্তির সময়ে শিক্ষার্থীর বয়স যাচাই করতে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!