• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


স্টাফ রিপোর্টার  নভেম্বর ৮, ২০২৫, ০৫:১৩ পিএম
শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি: ফোকাস বাংলা

ঢাকা: দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পুলিশি বাধার মুখে পড়েছেন।

শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষক আহত হন এবং পদযাত্রা ভেস্তে যায়।

এর আগে সকাল ৯টা থেকে হাজারো শিক্ষক শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, সরকারি বিভিন্ন পদে সমমানের যোগ্যতাসম্পন্ন কর্মকর্তারা ইতোমধ্যেই দশম গ্রেডে বেতন পাচ্ছেন-যেমন পুলিশের উপ-পরিদর্শক (এসআই), নার্স, উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা। অথচ সর্বোচ্চ ডিগ্রিধারী হয়েও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখনও ১১তম গ্রেডে রয়েছেন।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। কয়েক দফা আন্দোলনের পর গত ৭ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১তম গ্রেড বাস্তবায়নের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু অর্থ মন্ত্রণালয় তা বাস্তবায়ন না করে নবগঠিত পে-কমিশনে পাঠিয়ে দেয়।

দুই মাস পেরিয়ে গেলেও কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষক নেতারা পে-কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কমিশন জানায়, গ্রেড পরিবর্তনের এখতিয়ার তাদের নয়, এটি সার্ভিস কমিশনের বিষয়।

এ অবস্থায় শিক্ষকরা পুনরায় তাদের পুরোনো দাবি-দশম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে নতুন করে কর্মসূচি ঘোষণা করেন।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!